আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারী বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (৩০ জুন) দুপুরে নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত চলা সরকারী বিধিনিষেধ অমান্য করে নবীগঞ্জ শহরে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে নবীগঞ্জ থানার এস. আই কামাল তালুকদারসহ একদল পুলিশ নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে ।
এ সময় সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।