নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসেবে যোগদান করেছেন উত্তম কুমার দাশ।
মঙ্গলবার (২৯ জুন) নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন ফুলের তোড়া দিয়ে নবাগত সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশকে স্বাগত জানান। পরে নবাগত সহকারী কমিশনার (ভুমি)কে দায়িত্ব বুঝিয়ে দেন নির্বাহী অফিসার। এ সময় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উত্তম কুমার দাশ ইতিপুর্বে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ৩ বছর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তার বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ১ পুত্র সন্তানের জনক।
সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ বলেন, এসিল্যান্ড হিসেবে নবীগঞ্জ আমার দ্বিতীয় কর্মস্থল। আশা করি সততা ও নিষ্টার সাথে আমি আমার দায়িত্ব পালন করতে পারব। দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।