আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছোট ভাইয়ের উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ইয়াসমিন (১২) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৫ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ইয়াসমিন বাউসা ইউনিয়নের চাঁনপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজার দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইয়াসমিন (১২) তার ছোট ভাইয়ের সাথে রাগারাগি করে বাড়ির পাশের জাম গাছের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
আশেপাশের লোকজন ইয়াসমিনকে গাছের সাথে ঝুলে থাকতে দেখে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য নবীগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে।