নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নয়টি উপজেলা নির্বাহী অফিসারবৃন্দের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।