নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে ১৫ কেজি গাঁজাসহ মো. শামীম মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ জুন) র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।
সে উপজেলার কান্দিগাঁও গ্রামের আব্দুল হকের ছেলে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল বাহুবল থানার ৭ নম্বর ভাদেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব জয়পুর নতুন বাজার ব্রীজ এলাকায় অভিযান চালায়। এসময় ১৫ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী মো. শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।