বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
শনিবার বিকাল ৫টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাবের কার্যালয় পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক গাজীউর রহমান গাজী, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আরফান উদ্দিন,বানিয়াচং সিএনজি মালিক সমিতির সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা যুবলীগের যু্গ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, কার্যকরি কমিটির সদস্য রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু প্রমুখ।
পরে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন নেতৃবৃন্দ।