স্টাফ রিপোর্টার : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাহুবল উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার হবিগঞ্জের উপপরিচালক তাওহীদ আহমদ সজল।
বাহুবল উপজেলা পরিষদের নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আম্মদ কুটি।
শুরুতে জেলা তথ্য অফিসার পবন চৌধুরী এবং সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জনাব ডাঃ ফারহানা খানম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে দুটি প্রেজেন্টেশনের মাধ্যমে দুটি সেশন পরিচালনা করেন।
উক্ত কর্মশালায় সাংবাদিক, শিক্ষক, মসজিদেরর ইমাম, পুরোহিত, ইউপি সদস্যসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।