আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ দেড় কেজি গাজাঁসহ আব্দুল হামিদ নামে এক গাজাঁ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৪ জুন) বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃত আব্দুল হামিদ (৬২) পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত হাবিব উল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের পুর্ব জাহিদপুর গ্রামের আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে গাজাঁ’র ব্যবসা করে আসছিল।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই স্বপন চন্দ্র সরকার ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার ঘর তল্লাশী করে দেড় কেজি পরিমাণ গাজাঁ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে এস.আই স্বপন চন্দ্র সরকার জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।