আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে : হবিগঞ্জের নবীগঞ্জে পিতা-মাতাকে নির্যাতন করার অপরাধে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা গ্রামের ছমির উদ্দিনের পুত্র মোঃ শরীফ উদ্দিন (২২) কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৩ জুন (রবিবার) সন্ধ্যায় এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।
জানা যায়, দন্ডপ্রাপ্ত মোঃ শরীফ উদ্দিন প্রায়ই তার পিতা-মাতাকে মারধোর করতো। বিভিন্ন সময় শাসন করার জন্য মেম্বার, চেয়ারম্যান পদক্ষেপ নিলেও সে তাতে কোন কর্ণপাত করেনি। ১৩ জুন (রবিবার) দুপুরে তার পিতা-মাতা উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বরাবরে তাদের ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্যাতনের কথা বলে এর বিচার দাবি করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে বিচারের আশ্বাস দেন এবং পরবর্তীতে এ ধরনের কাজ করলে তাকে গ্রেপ্তার করার জন্য নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদকে বলেন। মোঃ শরীফ উদ্দিনের পিতা-মাতা বাড়িতে গেলে সে তার পিতা-মাতাকে আবারও মারধোর করে।
তাৎক্ষনিক খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন পুলিশ পাঠিয়ে তাকে আটক করান এবং তিনি নিজেও সেখানে পৌঁছেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে মোঃ শরীফ উদ্দিনকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।