সৈয়দ সালিক আহমেদ : হবিগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ভার্চুয়াল সেমিনারের আয়োজন হয়।
বুধবার ( ৯ই জুন) হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় সেমিনারেপ্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) মোঃ ফিরোজ সরকার। সেমিনারে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)বিজেন ব্যানার্জী। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ভার্চুয়ালী সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে তথ্য ও প্রযুক্তি কার্যক্রম বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করণীয় বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।