কামরুজ্জামান আল রিয়াদ : র্যাবের বিশেষ অভিযানে সুনামগঞ্জে বিদেশী রিভলবারসহ দুই পেশাদার অস্ত্র ব্যবসায়ী এবং শীষসন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার( ৮ জুন) রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিয়র এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সুনামগঞ্জের ওয়েজখালী এহসান মার্কেটের নানা-নাতি রেষ্টুরেন্টে অভিযান চালিয়ে সুনামগঞ্জের সদর উপজেলার ওয়েজখালী গ্রামের মৃত সামছুল হকের ছেলে মোঃ সুলেমান(৩৪), ও একই গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে মোঃ আবিদ হাসান(২৪) ১টি বিদেশী রিভলবারসহ গ্রেফতার করা হয়।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সুনামগঞ্জ সদর থানায় আসামীদেরকে হস্তান্তর করা হয়েছে।