শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন ফুটবল দল।
বুধবার বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ সাহিবুর রহমান এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, আওয়ামীলীগ নেতা মুত্তাকিন বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ক্রিড়াবিদ মতিউর রহমান মতি ও সাংবাদিক ইমতিয়াজ আহমেদ লিলুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ।