চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে এই প্রথম রিকন্ডিশন সুবিধা সহ পুরাতন মোটরসাইকেল ক্রয়, বিক্রয় সহ বাইক প্রেমিকদের নানান সুবিধা সম্বলিত বাইকার্স পয়েন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় বাইকার্স পয়েন্টের উদ্বোধন করেন চুনারুঘাট পৌর মেয়র সাইফুল আলম রুবেল। উদ্বোধনী অনুষ্ঠানে বাইকার্স পয়েন্টের সত্বাধিকারী শ্যামল শর্মা সহ উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার, অরুন শর্মা, বিশগাঁও মণিপুরী ক্লাবের প্রধান উপদেষ্টা রবীন্দ্র সিংহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার রিপন, চুনারুঘাট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সোরাইজম উৎপল সিংহ সহ আরো অনেকে।
মেয়র বলেন, পৌরশহরে এমন একটি সুবিধা সম্বলিত প্রতিষ্ঠান হয়েছে বলে আমি আনন্দিত৷ আমি আশাবাদী বাইকার্স পয়েন্ট তার সেবা ক্রেতাদেরকে যথোপযুক্তভাবে সরবরাহ করবে।
বাইকার্স পয়েন্টের স্বাত্বাধিকারী শ্যামল শর্মা বলেন, চুনারুঘাটের বাইক চালকদের জন্য অত্যাধুনিক সুবিধা দিয়ে বাইকার্স পয়েন্টের যাত্রা শুরু হয়েছে। আগ্রহী ক্রেতা সহ বাইকাররা স্বল্প খরচের মধ্যেই আমাদের সেবা সহজেই নিতে পারবেন৷ আমরা আশাবাদী, সকলেই বাইকার্স পয়েন্ট ঘুরে যাবেন।