এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় চাটপাড়া আইডিয়াল একাডেমী স্কুলে সরঞ্জাম ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ১ জুন)দুপুরে কাজী হারুন রশীদের সভাপতিত্ত্বে আব্দুল আওয়াল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান রিপন।
মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী পরিবারকে আগামী এডুকেশন ফাউন্ডেশন এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী ও স্কুলের সরঞ্জাম তুলে দেওয়া হয়।এ সময় সকলের প্রতি অতিথি গন বিভিন্ন পরামর্শমুলক কথা বলেন।এবং সকল কে সরকারি বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানান। তারা আরএ বলেন,শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন প্রতিষ্টান বন্ধ।তাই বলে আমাদের কে থেমে গেলে চলবে না।সকল কে সরকারি বিধি নিষেধ মেনে নিজ নিজ থেকেও এই মহামারি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
এসময় ছাত্রছাত্রীদের শিক্ষক সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।