আব্দুর রাজ্জাক রাজুঃ ম্যানেজারের বিরুদ্ধে গাছ পাচারের অভিযোগ এনে চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান শ্রমিকদের আন্দোলন চলছে।
(২৯ মে) শনিবার সকাল ৬টা থেকে ফ্যাক্টরী ও অফিসে তালা মেরে শ্লোগান দিতে থাকে শ্রমিকরা।এতে ম্যানেজার ও স্টাফরা ফ্যাক্টরীতে আটকে পড়েন।
সকাল ৯ টায় বাগানের ম্যানেজার ইফতেখার এনাম ও চা শ্রমিক নেতাদের সাথে কয়েকবার সমঝোতা আলোচনা করেন।কিন্তু শ্রমিকরা গত শুক্রবার পাচারকৃত প্রায় ১৫০ ঘনফুট সেগুন কাঠ ফেরত না দেয়া এপর্যন্ত আন্দোলন চলবে বলে জানান।
তবে ম্যানেজারের পক্ষে ফারুক বাবু বলেন,কাঠ গুলো তাদের বাংলোর দরজা-জানালা তৈরী করার কাজে বাহিরে নিয়ে যান।এ প্রসঙ্গে শ্রমিকরা বলেন তাহলে বাহিরের গাড়িতে করে নিয়মিত শ্রমিকদের না দিয়ে লুকোচুরি কেন?
এ সময় বাগান পঞ্চায়েত কমিটি’র সভাপতি উপেন্ড উড়াং, সেক্রেটারি সমাকান্ত মুন্ড,বাগানের মেম্বার নটবর রোদ্রপাল, মাখন গোস্বামী, শ্রমিক নেতা স্বপন তাতী,স্বাধু মুন্ড,দ্বিপেন তাতী,অকুল ঝরা,আকাশ মুন্ডা,নরজিৎ তাতী,কাজলী রোদ্রপাল,সুমতি পান তাতী,বিজলা কানু সহ সহস্রাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নালুয়া চা বাগানের ম্যানেরজারদ্বয় ও স্টাফ বাবুরা তালাবদ্ধ ছিলেন।পুলিশ ঘটনাস্থল পৌছেছে।স্থানীয় চেয়ারম্যান বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষ কে বসার আহবান করেছেন।