সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রাজারগলি থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
বুধবার বেলা আড়াইটার দিকে এ ‘ছিনতাইয়ে’র ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা হচ্ছেন গজেন্দ চন্দ্র দেবের ছেলে সন্দ্বীপ কুমার দেব (২৯) এবং আবদুল মনাফের ছেলে মুহিবুর রহমান (৬০)।
সন্দ্বীপ সিলেট নগরীর বাগবাড়িস্থ সোনার বাংলা আবাসিক এলাকার বাসিন্দা এবং মুহিবুর রহমান বিমানবন্দর থানাধীন লাখাউড়া এলাকার বাসিন্দা। তবে পুলিশ বলছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। এটা সাজানো নাটক।
প্রত্যক্ষদর্শী ও ছিনতাইয়ের শিকার ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, সন্দ্বীপ কুমার দেবের কাছে সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন আকিক মিয়া ৭ লাখ টাকা পান। ওই টাকা পরিশোধ করতে সন্দ্বীপ এবি ব্যাংকের দক্ষিণ সুরমা শাখা, উপশহর শাখা এবং পুলেরমুখ শাখা থেকে ৬ লাখ টাকা তোলেন। ফোনে টাকা দেওয়ার ব্যাপারে আকিক মিয়ার সাথে কথা হয় সন্দ্বীপের।
আকিক তার আস্থাভাজন আবদুর রশীদের কাছে টাকা দেওয়ার জন্য বলেন। পরে আবদুর রশীদের সঙ্গে যোগাযোগ করেন সন্দ্বীপ। এ সময় আবদুর রশীদ তার বাসা নগরীর দর্শনদেউড়িস্থ পায়রা ৫০ নং বাসায় টাকা পৌঁছে দিতে বলেন। টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবদুর রশীদের বাসায় যাওয়ার পথে নগরীর রাজারগলিতে ২টি মোটরসাইকেলে করে ৪ জন ছিনতাইকারী টাকা ভর্তি ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেয়। এসময় সন্দ্বীপ ও মুহিবুর রহমান রাস্তায় পড়ে যান।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ের শিকার সন্দ্বীপ ও মুহিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, এটা ছিনতাইয়ের কোনো ঘটনা নয়। যারা ছিনতাইয়ের শিকার হয়েছে বলে দাবি করছে, তারা কোনো প্রশ্নেরই সঠিক জবাব দিতে পারছে না। আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরেছি, বেলা আড়াইটায় তারা ওখানে যাওয়ার আগেও একবার গিয়েছিল। বিষয়টি রহস্যজনক। ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।