বাহার উদ্দিন, লাখাই থেকে : হবিগঞ্জের লাখাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হতে যাচ্ছে।
আগামীকাল (২৮ মে) বিকাল ৩ ঘটিকায় উপজেলার মশাদিয়া মাঠে তথা প্রস্তাবিত শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান ও প্রীতি ম্যাচ অনুষ্টিত হবে। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এবং অনুষ্টান পরিচালনা করবেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফজলে এলাহী ফরহাদ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
উল্লেখ্য, উদ্ভোধনী দিনে উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে ৬ টি দল এতে অংশ নিবে।