স্টাফ রিপোর্টারঃ- হবিগঞ্জের বানিয়াচংয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানাযায়,বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউনিয়নের রহমতপুর গ্রামে ২৩ মে রবিবার বিকালে তোফায়েল(৫)মিয়া নামের এই শিশু বাচ্ছা মৃত্যু হয়েছে ।
নিহত তোফায়েল রহমতপুর গ্রামের আফজাল মিয়ার সন্তান।
তোফায়েল প্রতি দিনের ন্যায় বাড়ির পাশে খেলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশেই একটি ডোবায় পড়ে যায়।
বাড়ির লোকজন তোফায়েলকে দেখতে না পেয়ে বিভিন্ন স্হানে খোঁজাখোঁজি করতে থাকেন।
এক পর্যায়ে বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে একটি ডোবার পানিতে তোফায়েলকে ভাসতে দেখা যায়।
তাৎক্ষণিক উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে যাওয়া কর্তব্যরত ডাক্তার তোফায়েলকে মৃত ঘোষণা করেন।
এদিকে তোফায়েলকে হারিয়ে পিতা-মাতাসহ পরিবারের অন্যান্য লোকজনের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা দিয়েছে।