নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি ছনবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ দুর্গেশ মোদি (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। দুর্গেশ উপজেলার চাকলাপুঞ্জি বাগানের দীপক মোদির পুত্র ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান, ২২ মে দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল হাসান হিমন ও এএস আই হাসান এর নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় চুনারুঘাট থানার একদল পুলিশ। এ সময় পাচারকালে পেশাদার মাদক কারবারি দুর্গেশ মোদিকে হাতেনাতে গ্রেফতার করেন তারা।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়।