নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর চর এলাকা থেকে ট্রলারে করে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় ১১ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ট্রলারের মালিক আলী হোসেন (৩৮) নামে এক ব্যাক্তিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
সূত্রে জানা যায়, দীর্ঘদীন ধরে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর চর এলাকা থেকে একটি বালুখেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ মে) ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন উউল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ১১ জনকে আটক করেন।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ট্রলারের মালিক আলী হোসেনকে
৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১ লক্ষ টাকা অর্থদন্ড। অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অবৈধভাবে উত্তোলনকৃত বালু ও ট্রলার জব্দ করে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন সবাইকে এ ধরনের কাজসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার আহব্বান জানান। বিশেষ করে শ্রমিকদেরকে এ ধরনের অপরাধমূলক কাজ না করার আহব্বান জানান।