নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা কমপ্লেক্সে সার্ভিস ডেলিভারী সেন্টারের শুভ উদ্বোধন করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
মঙ্গলবার বিকালে থানার বিদায়ী অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সার্ভিস ডেলিভারী সেন্টার উদ্বোধন করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেটে আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, নবাগত অফিসার ইর্নচাজ মোঃ আব্দুল বাতেন খাঁন, বিদায়ী অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী, ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, দৈনিক মানব জমিনের ষ্টাফ রির্পোটার এমএ বাছিত, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমূখ।
সার্ভিস সেন্টারের ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম।