এস এইচ টিটু : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা নামকস্থানে পিকআপ ও লাইটেসের সংঘর্ষে চালক-হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার (২১ মে) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার বাহ্মণডুরা ইউনিয়নের রাববডুবি গ্রামের হাছন আলীর পুত্র মোঃ দ্বীন ইসলাম, পিকআপ চালক ছিলেন। অন্যজন লাদিয়া গ্রামের রিপন খন্দকারের পুত্র রনি খন্দকার (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়- পিকআপ চালক দ্বীন ইসলাম হেলপার রনিকে সঙ্গে করে মালামাল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। পথিমধ্যে চান্দুরা নামকস্থানে বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-৫১-১৫২৯) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক-হেলপার মারা যান।