এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ঐতিহাসিক চা শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিহত শ্রমিক স্বরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকালে লস্কর পুর চা বাগানে চা শ্রমিক নেতা বিশ্বনাথ কালিন্দী এর সভাপতিত্বে ও ভজন ভৌমিক এর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মে মহান চা শ্রমিক দিবস। ১৯২১ সালের এই দিনে চাঁদপুরে মেঘনার তীরে জাহাজঘাটে শ্রমিক ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ সংঘঠিত হয়। ব্রিটিশ উপনিবেশ দ্বারা চা শিল্পের গোড়াপত্তনের সময় উনিশ শতকের মাঝামাঝি থেকেই চায়ের বাণিজ্যিক উৎপাদনের জন্য বিপুল শ্রমিকের চাহিদা দেখা দেয়। কিন্তু স্থানীয় শ্রমিকদের দ্বারা শ্রমঘন এই শিল্প চালু করা সম্ভবপর নয়। তাই ব্রিটিশ সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দালালদের মাধ্যমে শ্রমিক নিয়ে আসা শুরু করে।
শ্রমিক সংগ্রহের জন্য নির্দিষ্ট কমিশনপ্রাপ্ত দালালরা ‘আরকাট্টি’ নামে পরিচিত ছিল।নানা গঞ্জনা ও নির্যাতনের মধ্যেই এই ইতিহাসের সুচনা।যা আজও চা শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান।চা শ্রমিক জনগোষ্ঠীর দাবি আজকের এই দিন কে সরকারি ছুটির অন্তর্ভুক্ত করার।
এ সময়ে বক্তব্য রাখেন, এডভোকেট জোনায়েদ আহমেদ, হবিগঞ্জ জেলা শ্রমিক আন্দোলনকারী নেতা শফিকুল, নারী নেত্রী হবিগঞ্জ জেলা খায়রুন আক্তার,বেবুল তন্ত রায় ভ্যালি প্রমুখ।