নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচংয়ে খলায় ধান শুকানো নিয়ে সংঘর্ষে ফিকলের আঘাতে ফালু মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পুরান পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফালু মিয়া পুরান পাথারিয়া গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে।
ঘাতক জহিরুল ইসলাম ফালু মিয়ার ভাতিজির ছেলে।
বানিয়াচং আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, নিহত ফালু মিয়ার সাথে তার নাতি জহিরুল ইসলামের বেশ কিছুদিন যাবত পরিবারিক কলহ চলে আসছিল। এরই প্রেক্ষিতে দুপুরে তাদের মধ্যে খলায় ধান শুকানো নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম টেটা (বল্লম) দিয়ে ফালু মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।