নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের ইমামমাবাড়ী বাজার নামক স্থানে ট্রাকের ধাক্কায় ঘটনানস্থলেই হুমায়ুন (১৬) নামের এক পথচারী কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনয়নের ইমামবাড়ী বাজারের ইউনিয়নপরিষদের অফিস এর সামনে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত হুমায়ুন বানিয়াচুং উপজেলার চন্দলপুর গ্রামের নুরুজ মিয়ার পুত্র। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে স্হানীয় জনতা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, কিশোর হুমায়ুন প্রতিদিনের ন্যায় বাড়ীর নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ইমামবাড়ী বাজারে আসে। পথিমধ্যে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রা ড-১৪-১১৯৯) পিছন দিকে হুমায়ুনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ সময় স্থানীয় উত্তেজিত জনতা ট্রাক ও ড্রাইভারকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস. আই সামছুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতাহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এবং ট্রাক ও ড্রাইভারকে থানায় নিয়ে আসে।
আটককৃত ট্রাক ড্রাইভার বাহুবল উপজেলার পূর্ব দেওপাড়া গ্রামের মৃত রহমত আলীর পুত্র মানিক মিয়া। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।