হীরেশ ভট্টাচার্য্য হিরো, মাধবপুর থেকে ॥ সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ উপ-পরিদর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের মাধবপুর থানার উপ পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম।
মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্য্যালয়ে পুলিশের মাসিক কল্যাণ সভায় সিলেট রেঞ্জের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান (পিপিএম) এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন এসআই মমিনুলের হাতে।
মাধবপুর থানায় কর্মরত থাকাবস্থায় অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ পুরস্কার লাভ করেন।
সভায় হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন। এর আগেও তিনি কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য বিভাগের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসাবে পুরস্কার ও সম্মাননা লাভ করেন।