এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল কাদির লস্কর,উপজেলা পরিষদ চেয়ারম্যান, চুনারুঘাট।
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান করোনাকালীন কঠোর নিষেধাজ্ঞায় গণপরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত মোটর শ্রমিকদের সংগঠন থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী প্রত্যেক মোটর শ্রমিক কে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৫০০/- টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
চুনারুঘাট উপজেলায় প্রাপ্ত তালিকা অনুযায়ী সর্বমোট ২২৫ জন শ্রমিককে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, যেসকল মোটর শ্রমিকগণ বিগত বছরে ও এ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ২৫০০/- টাকার নগদ অর্থ প্রদান কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে ইতোমধ্যে তাদের তালিকা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আগ্রহী সকল মোটর শ্রমিকদের আগামী দুইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনআইডি ও সংশ্লিষ্ট শ্রমিক ইউনিয়নের আইডি সহ অন্যান্য প্রমাণক নিয়ে সরাসরি উপস্থিত হয়ে তালিকায় নিজ অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সাইফুল আলম রুবেল, মেয়র, চুনারুঘাট পৌরসভা, আলহাজ্ব মোঃ লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চুনারুঘাট সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।