হৃদয় এস এম শাহ্-আলম : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহ বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আলীনগর সহ বিভিন্ন স্থান মসজিদর ও এলাকার মধ্যে ৬ই মে রোজ বৃহস্পতিবার সাদামন স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এ বছর ও পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় সংগঠনের সভাপতি ও সহ সকলে জানান আমরা রক্ত দান এর পাশাপাশি এমন ধরনের মানব সেবামূলক কার্যক্র আমাদের পক্ষ থেকে সবসময় অব্যাহত থাকবে।
এতে যারা সহযোগিতা ও উপস্থিত ছিলেন সাদামন স্বেচ্ছায় রক্ত দান সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি মোঃ অলি উল্লাহ্,সাধারণ সম্পাদক জুয়েল দাস,সাংগঠনিক সম্পাদক নন্দ লাল মোদক এবং মোঃ জাকারিয়া আহম্মেদ তারেক,মোঃ আঃ মতিন,মোঃআছমত খাঁন,রাসেল,সাংবাদিক সামছুল ইসলাম লিটন,টিটু দাস,আবদুল হান্নান,জিন্টু ইসলাম,বাবু মিয়া,বাবুল মিয়া,বিউটি আক্তার ঐশী,হাফেজ ক্বারী জাকির হোসেন,হোসাইন,শিপন দাস,লিমন মিয়া,হৃদয় এস এম শাহ্-আলম,পলাশ মিয়া,পৃথম দাস,আলী আজ্জম,শরীফ উদ্দিন,নিলয় মিয়া,হৃদয় দাস,আব্দুল মন্নান,মোহন দাস,আহাদ,সোহেল মিয়া,বিপুল সূএধর,দীনবন্ধু ঋষি,বাশার মিয়া,ওসমান মিয়া,ইয়াছিন,আব্দুল কাদির,অলিউর রহমান,অলক কর্মকার,ইমন আহম্মেদ,নোমান মিয়া,কবির মিয়া,প্রানতোষ দাস,সহ সকল সদস্য গণ ও এলাকাবাসি।