আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ :হবিগঞ্জের নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর নামক স্থানে দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনার ৪ দিনের মাথায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আহত শরৎ দাশ এর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুর খূলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসেন।
স্থানীয় সুত্রে জানাযায়, গত ২ মে রবিবার বিকালে নবীগঞ্জ – হবিগঞ্জ সড়কের পুর্ব তিমিরপুর এলাকার একটি ব্রিক ফিল্ডের সামনে দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫) ও আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়াকে (৬৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে গুরতর আহত শরৎ দাশ চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মৃত্যুর খূলে ঢলে পড়েন। নিহত শরৎ দাশ নবীগঞ্জ বাজারস্থ দীর্ঘদিন কাশেম ক্লথ ষ্টোরে দীর্ঘদিন ধরে টেইলারি কাজ করতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত শরৎ দাশের মৃতদেহ সিলেট মর্গে ময়না তদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হবে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।