নিজস্ব প্রতিবেদক : র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলী ওরফে লাল মিয়া মেম্বার(৫০) নামের ১ জন পেশাদার মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
সে উপজেলার চন্দনা গ্রামের মৃত আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে। আজ (০৪ মে) ভোরে চুনারুঘাটের শ্রীকুটায় মাদক আটকের এই ঘটনা ঘটে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা সহ সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শ্রীকুটা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি মোঃ আব্দুল আলী ওরফে লাল মিয়া মেম্বার (৫০) কে আটক করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।