সৈয়দ হাবিবুর রহমান ডিউক : তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ তখন স্বস্তির বৃষ্টি হলো শায়েস্তাগঞ্জে।
শনিবার(১ মার্চ) দুপুর সাড়ে তিনটার দিকে বৃষ্টির সংগে ঠান্ডা বাতাস মানুষকে প্রশান্তি দিয়েছে।
দীর্ঘদিন পরে বৃষ্টির দেখা পেয়ে মাঠে ঘাটে, ফসলের জমিতে যেন প্রাণ ফিরে পেয়েছে, সেই সাথে প্রচন্ড গরম থেকে মানুষ কিছুটা শান্তি ফিরে পেয়েছে। এতদিন পর বৃষ্টি হওয়ায় গাছে গাছে তরুলতাও যেন নতুন স্পন্দন পেয়েছে।শায়েস্তাগঞ্জের বাসিন্দা খন্দকার মোস্তফা জামান জানান, প্রচন্ড গরমের কারণে রোযা রাখতে খুব কস্ট হয়ে যায়, এতদিন পর কাংখিত বৃষ্টির দেখা পেয়ে খুব ভাল লাগছে।
সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ও বিগত বেশ কয়েকদিন যাবত তাপমাত্রা ছিল প্রায় চল্লিশ ডিগ্রি ছুইছই। যার কারণে দিনে ও রাতে প্রচুর গরম অনুভুত হত, যা জনমনে ছিল অস্বস্তিদায়ক।
প্রায় আধাঘন্টার বৃষ্টিতে ধুলোবালি কমেছে, মাটি ও যেন প্রাণ ফিরে পেয়েছে। অন্যদিকে, বৃষ্টির সাথে সাথেই শায়েস্তাগঞ্জের বেশ জায়গায় বিদ্যুৎ চলে গেছে, কোথাও কোথাও বিদ্যুৎ এসেছে, কোথাও আসেনি। গরম থেকে বাচার জন্য উঠতি বয়সের ছেলেদেরকে বৃষ্টিতে ভিজতে দেখা গেছে। বিকাল ৪:১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত শায়েস্তাগঞ্জে ঘুরি ঘুরি বৃষ্টি চলছিল।