নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে র্যাব-৯ এর এএসপি ওবাইন (মিডিয়া) এ তথ্য জানান।
র্যাব জানায়, বুধবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ১নং গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আসামপাড়া দক্ষিণ বাজারের মদিনা মার্কেট এলাকা থেকে ১৯৮ পিস ইয়বাসহ নাছির (২৪) নামে এক যুবক কে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবক চুনারুঘাট থানার গাজীপুর আমপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, হবিগঞ্জ ক্যাম্পের মেজর সৌরভ মো. অসীম শাতিল এবং এএসপি কামরুজ্জামান।
পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়।