আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের তাজপুর গ্রামে জনৈকা কিশোরীকে বৃহস্পতিবার(২৯ এপ্রিল) বিকালে একা পেয়ে এক বকাটে ইভটিজিং করে। এক পর্যায়ে ওই কিশোরীর সম্ভ্রমহানির চেষ্টা করলে তার আর্ত চিৎকারে এলাকাবাসী ও লোকজন দৌড়ে ছুটে এসে বকাটে সুলতান মিয়াকে হাতেনাতে ধরে আটক করে রাখেন।
গ্রামবাসী তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইলে ফোন করেন। খবর পেয়ে নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচারকার্য সম্পন্ন করেন। এ সময় সকল ঘটনা সন্দেহাতীত ভাবে উদঘাটিত ও প্রমাণিত হওয়ায় বখাটে সুলতান মিয়াকে (২৬) দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত বকাটে সুলতান ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র।
প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানা পুলিশের এস.আই অভিতাব দাশের নেতৃত্বে একদল পুলিশ।