নবীগঞ্জ প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ইং উপলক্ষ্যে নবীগঞ্জে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮এপ্রিল) বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগ সদর ইউনিয়নের চৈশতপুর ও আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত দুটি আশ্রয়ন প্রকল্পের ৬০টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হেলথ ইন্সেপেক্টর ফয়ছল আহমেদ প্রমুখ।