মোঃজামাল হোসেন লিটন,চুনারুঘাট : মানবিক চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ চুনারুঘাট উপজেলা ৩ নং দেওরগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রহমতাবাদ গ্রামের প্রায় ১০০ বছরের অসুস্থ বৃদ্ধ তৈইজ উল্লার পাশে দারালেন.।
আজ রাত্রে তিনি অসুস্থ বৃদ্ধের বাড়িতে একটি উইলচেয়ার ও ৩০ কেজি চাল নিয়ে আসেন। তিনি অসুস্থ্য বৃদ্ধ ও তার পরিবারের খোজ খবর নেন এবং উইলচেয়ার প্রদান করেন। এ সময় তিনি বৃদ্ধের প্রতিবন্ধী ছেলে জাহাঙ্গীর মিয়াকে ভাতার ব্যবস্থা এবং তার পরিবার কে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।
রবিবার সাংবাদিক আবুল কালাম আজাদ এর ফ্রেইজবুকে পোস্ট দেখে তিনি ঐ বৃদ্ধের পাশে সাহায্যের হাত বাড়ালেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা প্লাবন পাল, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ছাত্রলীগ নেতা সাহজাহান উল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ জানান, এই লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকার যারা কষ্টে আছে এবং ৩৩৩ এ কল দিচ্ছেন তাদেরকেও আমরা খাবার দিচ্ছি। তিনি ধনাঢ্য সকলকে গরিবের পাশে দাঁড়ানোর আহবান জানান।