” প্যানডামিক সময়ের কাঁটায় চোখ ”
এখন আর কোনো কবিতার পোকা
মাথায় ঘুরপাক খায় না,
সর্বদাই একটা বিষাদের ছায়ায় থাকি ডুবে
কখনো ভয়ার্ত এবং আতংকগ্রস্থ হয়ে।
সকাল হতেই যখন মোবাইলটা হাতে নিয়ে
ফেসবুকে চোখ রাখি – একটাও কোনো সুসংবাদ
চোখে পড়ে না আমার, শুধুই সামনে আসে
আজ কোন কোন প্রিয়জনকে হারালাম
তার ছবিসহ বর্ণনা! চোখ দুটো ঝাপসা হয়ে আসে, বুকের ভিতরে কান্নার নদী বাঁধ মানতে চায়না
অথচ কাঁদতে পারিনা!
আর কতো সহ্য করতে হবে এরকম কে জানে!
এভাবে একসাথে এতো প্রিয়মানুষকে
কখনো হারাতে হয়নি আগে,
ব্যথাটা তাই বড়ো বেশি প্রাণে বাজে।
মাঝেমাঝে মনেহয় এরচেয়ে ভালো হতো
যদি নিজেই চলে যেতে পারতাম!
কিন্তু তা কী হয় কখনো তাঁর হুকুম ছাড়া?
তাই শুধুই অসহায় চেয়ে থাকা
প্যানডামিক সময়ের কাঁটার দিকে – টিক্ টিক্ টিক্!
কখন যে কার সমন আসে, কেই বা জানে তা!