এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার থানা অফিসার ইনচার্জ মো: আলী আশরাফ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপলক্ষে
মহান স্বাধীনতা দিবস ২০২১ সম্মাননা ও সনদপত্র পেয়েছেন।
সোমবার (১২ এপ্রিল)দুপুরে বাংলাদেশ পিপলস পার্টি মিলনায়তন,বিজয় নগর,ঢাকা থেকে ওসি আলী আশরাফ এর পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহন করেন।
ভিশনারী পজেটিভ বাংলাদেশের আয়োজনে,আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এই সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।ভিশনারী পজেটিভ বাংলাদেশ নির্বাহী পরিচালক এ এম গোলাম ফারুক মজনু ও সদস্য সচিব মোহাম্মদ রাসেল এর সাক্ষরিত এই সনদপত্র প্রদান করেন। এসময় ভিশনারী পজেটিভ বাংলাদেশের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা করেন। এবং এই মহতী কর্মকাণ্ড দেশ,জাতীর অগ্রগতি ও পথ উন্মোচনের অতিশয় ভূমিকা রাখবে বলে বলা হয়।এই কর্যক্রমের ধারা অব্যাহত রাখারও পরামর্শ দেয়া হয়।
এই সম্মাননা অর্জনে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ যেমন আনন্দিত হন।তেমনি সহকর্মীদের ও উপজেলার সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন।