স্টাফ রিপোর্টার :`বৈশ্বিক করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২নং ওয়ার্ড) বড়াইল গ্রামে শ্রীশ্রী মদনমোহন জিউর বিগ্রহ আখড়ায় গত ১৮এপ্রিল রোববার হইতে ২২এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত (৫দিন) ব্যাপী ধর্মীয় আচারের মাধ্যমে শ্রীশ্রী বাসন্তী মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজায় প্রতিদিন ছিলো, বেলা ১২টায় ভোগরাগ, দুপুর ২টায় কণিকা প্রসাদ বিতরণ, সন্ধ্যায় – সন্ধ্যারতি, রাত ৯টায় সংকীর্ত্তন পরিবেশনায় স্থানীয় কীর্ত্তনীয়াবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা আয়োজক কমিটি জানায়, করোনাভাইরাস এর কারণে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে এ পূজা উদযাপন করা হয়েছে।