চুনারুঘাট প্রতিনিধি : গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার গনেশপুর মীর বাড়ী নিবাসী মীর রমিজ আলীর পিতা ও ডাঃ সাইফুর রহমানের দাদা আজগর আলী মীর গেদু মিয়া ইন্তেকাল করেছেন।ইন্নালি-রাজিউন।
উনার নামাজের জানাজা রাত সাড়ে ৯টায় গনেশপুর জামে মসজিদের মাঠে অনুষ্টিত হয়েছে।
পরে তার লাশ পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।মৃতূ কালে তিনি স্তী,এক ছেলে,দুই মেয়ে,নাতি নাতনীসহ অসংখ আত্বীয় স্বজন রেখে গেছেন।