চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট ১০নং মিরাশী ইউপির গোয়াছপুর গ্রামে পুকুরপাড়ের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঢাকায় নেয়ার পথে আহত পুতুলের মৃত্যু হয়। নিহত পুতুল মিয়া (৪৫) ওই গ্রামের আব্দুল আহাদ ওরফে সোনাই মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে পাওয়া, রবিবার (১৮ এপ্রিল) নিহতের চাচা মকসুদ আলীসহ তার ছেলে বিল্লাল মিয়া ও লাল মিয়ার সাথে পুকুরপাড়ের রাস্তা নিয়ে সংঘর্ষে হলে পুতুল মিয়াসহ তার পরিবারে ৬জন গুরুতর আহত হন।
পুতুল গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পুতুলের অবস্থা সংকটাপন্ন হলে ঢাকায় নেওয়ার পথে মাধবপুরে তিনি মারা যান।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আশরাফ এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।