চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার অাহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া পশ্চিম টিলায় বাপ্পী স্যানেটারীর প্রোপাইটার ও ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদ-পাত্রী মো: দিদার হোসেনের পরিচালনায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের উপর গতকাল রবিবার
বিকাল ৪ ঘটিকায় উঠান বৈঠক অনুষ্টিত হয়।
উক্ত বৈঠকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিনের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারনা প্রধান করা হয়। এবং অস্বাস্থ্যকর ল্যাট্রিন ব্যবহারে ক্ষতি সম্পর্কে মানুষকে ধারনা প্রধান করা হয়। উপস্থিত ছিলেন আশা কমপ্লেক্সের সিনিয়র ট্রেনিং অফিসার মিজানুর রহমান ও শংকর গুহ। পিল্ড অফিসার কামরুল হাসান শামীম, ২নং ইউপি আশার ম্যানেজার হাফিজুর রহমান প্রমূখ।
উল্লেখ্য যে, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার এখন চুনারুঘাটের প্রায় জায়গাতে বিশাল প্রচার ও প্রসার চরিয়েছে।