নুরুল ইসলাম সাজল, চুনারুঘাট থেকে : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুরস্থ ঐতিহ্যবাহী জারুলিয়া বাজারের ”ব্যাবসায়ী নির্বাচন গতকাল৯ই মে রোজ শনিবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।
জারুলিয়া বাজার ব্যাবসায়ী সকল সদস্যরা সুষ্ঠভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন বলে জানা গেছে। নির্বাচনে জারুলিয়া বাজার ব্যাবসায়ী সহ-সভাপতি পদে মো:ছামছুর রহমান (আনারস) ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিধন্ধি চেরাগ আলী পেয়েছে (কাপপ্লেই) ৫০ভোট।
এবং সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ রউফ তরফদার (হরিন) ৯৯ভোটপেয়ে,তার নিকটতম প্রতিধন্ধি ইছাক আলী পেয়েছে ৬১ভোট। সাংগটনিক সম্পাদক পদে বিজয়ী মোঃ হোসাইন কবির তালুকদার (ছাতা) ১১৩ভোটপেয়ে,তার নিকটতম প্রতিধন্ধি নুরুজ্জামান পেয়েছে ৪৯ভোট।
ক্যাশিয়ার পদে বিজয়ী মোঃআব্দুল হান্নান (বাইসাইকেল) ৯৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিধন্ধি বেলাল আলী (ঘড়ি) পেয়েছে ৬২ ভোট। উল্লেখ্য যে সব চাইতে বেশি ভোট পেয়েছেন সাংগটনিক সম্পাদক পার্থী হোসাইন কবির তালুকদার ( ছাতা)।
নির্বাচিত প্রার্থীগন এলাকাবাসীর দোয়া কামনা করেছন এবং বাজারের উন্নয়নের জন্য সকলে এক হয়ে কাজ করে যাবেন বলে জানিয়েছেন ।