নিজস্ব প্রতিবেদক : ১৬ তারিখ দিবাগত রাত ২ টায় একটানা বৃষ্টিতে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পানি জমে যায়। একই সাথে প্রচন্ড ধুলাবালি থেকে নাগরিক জীবন সস্থি ফিরে পায়। পাশাপাশি জমিনে পানির অভাবে ষখন বিভিন্ন রকম ফসল নষ্ট হচ্ছিল, বুরো ধান শেষ হয়ে আসছিল,ঠিক সে সময়, এক ফসলা বৃষ্টি যেন কৃষকের জীবন ফিরে পেয়েছে।
জগন্নাথপুর গ্রামের কৃষক আব্দুস সামাদ বলেন- ভাইগো আল্লায় যদি বৃষ্টি না দিতা তে হইলে মইরা গেলামনে,যে ভাবে জমিন ফাঁটা লইছিল আর কদিন গেলে অবস্থা খারাপ হইলোনে। আল্লায় বাঁচাইচইন।
কৃষক কাউচার মিয়া বলেন -ঝিঙ্গা,চিচিঙ্গা,করল্লা,ঢেঁরশ,কইটা জাতীয় ফসলের জন্য খুবই উপকার হয়েছে এই বৃষ্টি। মাটিতে রুপন করা হয়েছে অনেক আগেই, বৃষ্টির অভাবে গাছগুলো ফুটছিলনা। এখন খুব দ্রুত বেড়ে উঠবে চাড়া গুলো।
কথাগুলো বলছিলেন কৃষক আব্দুল জলিল। এ যেন বৃষ্টি নয়, মহান প্রভুর নেয়ামত। বৃষ্টির কথা জিজ্ঞাসা করতেই কৃতজ্ঞতার সাথে কথা বলছিলেন মসজিদের ইমাম হাফেজ ফয়ছল আহমেদ। বৃষ্টির কারণে সুর্যের কিরণের আলোকছটায় প্রকৃতিও হাসছে। হাসছে মানুষ। তৃপ্তির হাসি কৃষেকের মুখে।