সৈয়দ সালিক আহমেদ : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য সরকার নির্ধারিত ৭দিনের লগডাউনে সারা দেশের ন্যায় হবিগঞ্জে ২য় দিনে প্রশাসনের তৎপরতা ছিল লক্ষনীয়। জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাহিরে চলাচলের সুযোগ দেয়নি প্রশাসন । তবে সকালের দিকে শহরে একটু মানুষের আনাগুনা বেশ লক্ষনীয় ছিল। বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে।
জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিপি, র্যাব এবং মোবাইল কোর্ট অব্যাহত ছিল।
১৫ এপ্রিল বৃহস্পতিবার হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে বিভিন্ন স্থানে মোট ৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বমোট ৫৬টি মামলার মাধ্যমে ৫৬জন ব্যক্তিকে মোট ২৬ হাজার ৫শত ৮০টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলায় সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান থাকবে।