আলমগীর কবির, মাধবপুর প্রতিনিধি :করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশের মতো হবিগঞ্জ মাধবপুরে চলছে প্রথম দিনের কঠোর লকডাউন। শতভাগ লকডাউন নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অবস্থান নিয়েছে পুলিশ। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না সাধারণ মানুষ। বেশির ভাগ রাস্তা ঘাট গুলি ছিলো ফাঁকা জনমানব শূণ্যে। মাধবপুরে বাজারের নিত্যপ্রয়োজনীয়, ঔষধ, কাঁচামাল ব্যতীত দোকান গুলি ছিলো বন্ধ।
উপজেলার সড়ক গুলিতে দুই একটা ভ্যান ও অটোরিক্সা চলাচল করতে দেখা গেলেও দুরপাল্লা সকল যানবাহন বন্ধ রয়েছে।
প্রতিটি এলাকায় সার্বক্ষনিক টহল দিচ্ছে পুলিশ সদস্যরা। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে বের হলে ফিরিয়ে দেয়া হচ্ছে।
এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ৮ দিনের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে মাঠে কাজ করে যাবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক ও ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম।