বানিয়াচঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সরকারি বাস ভবনে রবিবার সকাল সাড়ে ৭টায় দু’তলার ড্রইং রুমে বিকট আওয়াজে বজ্রপাত হয়।
এতে আগুনে টিভি, কম্পিউটার, প্রিন্টার, ফ্যান, ইলেকট্রিসিটি লাইন, টেবিল, চেয়ার, দরজা-জানালার গ্লাস, পর্দাসহ একটি রুমের সমস্ত কিছু ভস্মিভুত হয়ে যায়।
এসময় ইউএনও অফিসের মালি ওয়াহেদ পাক ঘরে কর্মরত অবস্থায় দু’তলার ঐ রুম থেকে কালো ধোয়া বাহির হতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসার চেষ্টা করে।
ইতিমধ্যেই উল্লেখিত মালামাল ভস্মিভুত হয়ে যায়।
ঘটনার সময় ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম বাসায় না থাকায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন বলে ঘটনা পরিদর্শনকারী দায়িত্বশীল ব্যক্তিরা মন্তব্য করছেন।
ঘটনায় কোন প্রাণহানি না ঘটায় বানিয়াচঙ্গবাসি শুকরিয়া আদায় করছেন বলে হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন জানিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি ঘন ঘন বানিয়াচঙ্গে বজ্রপাত হচ্ছে। ৩/৪দিন পূর্বে ইউএনও’র বাসা সংলগ্ন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ এর সরকারী বাস ভবনের অভ্যন্তরে বিকট আওয়াজে বজ্রপাতটি গাছে পড়ায় বৃক্ষটি দু’ভাগ হয়ে যেতে দেখা গেছে।