নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাত্রী পরিবহন করায় তিন মাইক্রো চালক কে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
এতে তিন টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল)দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক রাজীব কুমার পুরকায়স্থ ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে যাত্রী পরিবহন করার অপরাধে তিন মাইক্রোবাস চালক কে “সংক্রমণ রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন), ২০১৮ এর ২৪(২) ধারা অনুযায়ী ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন।
হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার পুরকায়স্থ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন করোনা ভাইরাসের কারনে সরকার লকডাউন ঘোষনা করেছে। গন পরিবহন বন্ধ রাখা হয়েছে তারপরও তারা যাত্রী পরিবহন করছে। তাই সরকারি আইন লঙ্ঘন করায় তাদের কে জরিমানা করা হয়েছে ।