চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ও সাবেক আহবায়ক মোঃ সিফন খাঁন মোটর সাইকেল ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান গেইটের সামনে তিনি দুর্ঘটনায় মারা যান।
খবর পেয়ে তেলিয়াপাড়া ফাড়ি পুলিশ ও বিজিবি সদস্যরা পিকআপ ভ্যানটি আটক করে এবং নিহতের লাশ উদ্বার করে। ঘাতক চালক পালিয়ে গেছে।
নিহত সিফন পৌর শহরের বড়াইল এলাকার বাসিন্দা। নিহতের পিতা মাতা ছাড়াও দুই বোন রয়েছে পরিবার সুত্রে জানা গেছে। তার মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার দুপুরে তিনি তার দুই সঙ্গীয়কে নিয়ে মাধবপুর উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের গেইটের সামনে পৌছলে বিপরীতদিন থেকে আসা একটি পিকআপ তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সিফন খান মারা যান এবং তার দুই সঙ্গীয় গুরুতর আহত হন।