নিজস্ব প্রতিবেদক : করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সারাদেশে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় রোববার হবিগঞ্জের বাহুবল বাজার এবং মিরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এ সময় মাস্ক না পরায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় মিরপুর বাজারে চার ব্যক্তিকে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডাদেশ প্রদান করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার।
অন্যদিকে বাহুবল বাজার এবং মিরপুর বাজারে মাস্ক না পরায় ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এবং নিত্যপণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় আট ব্যক্তিকে মোট ২৫০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডাদেশ প্রদান করেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।