বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে যৌতুকের জন্য রোকেয়া বেগম (২৫) নামে এক গৃহবধুকে নির্যাতন করে হাত-পা বেধেঁ ঘরে আটক করে রাখে শ্বশুর বাড়ির লোকজন।
আহতবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সুত্রে জানা যায়, সদর উপজেলার মজলিশপুর গ্রামে কৃষক আব্দুন নুরের কন্যা রোকেয়া বেগম (২৫) এর সাথে বিয়ে হয় দক্ষিণ সাঙ্গর গ্রামের মোয়াজ্জিন হাফিজুর রহমান (৩০) এর ৫ বছর পূর্বে।
বিয়ের পর থেকে যৌতুকের জন্য রোকেয়া বেগমের উপর নির্যাতন চালায় হাফিজ ও তার পরিবারের লোকজন।
শুক্রবার (৮ মে) রাতে ফের যৌতুকের জন্য নির্যাতন করা হলে হাফিজুর রহমান ও তার মামা জিতু মিয়া হাত পা বেধেঁ ঘরে আটকে রাখে এবং টাকা নিয়ে আসার জন্য তার ভাই মোশাহিদকে খবর দেয়া হয়।
খবর পেয়ে শনিবার বিকেলে তার বোনকে হাত-পা বাধাঁ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এরপর থেকে রোকেয়ার স্বামী ও তার স্বজনরা আত্মগোপন করেছে।